মালালার হামলাকারীরা গ্রেফতার

 

মাথাভাঙ্গা মনিটর: নারীশিক্ষা আন্দোলনকর্মী মালালা ইউসুফজাইয়ের ওপর হামলার ঘটনায় জড়িত সন্দেহে ১০ জঙ্গিকে গ্রেফতার করেছে পাকিস্তান সেনাবাহিনী। গতকাল শুক্রবার এক সংবাদ সম্মেলনে এ কথা জানিয়ে সেনাবাহিনীর মুখপাত্র জেনারেল আসিম বাজওয়া বলেন, মালালা ইউসুফজাইয়ের ওপর হামলার সাথে জড়িত গ্রুপটিকে গ্রেফতার করা হয়েছে। তিনি বলেন, পাক সেনাবাহিনী, পুলিশ ও গোয়েন্দা সংস্থাগুলোর যৌথ অভিযানে তেহরিক-ই-তালেবানের ১০ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। পাকিস্তানি তালেবানের প্রধান মোল্লা ফয়জুল্লাহ’র নির্দেশনায় গ্রুপটি ওই হামলা চালিয়েছিলো বলে জানান জেনারেল আসিম। প্রসঙ্গ, ২০১২ সালের ৯ অক্টোবরে সোয়াত উপত্যকার মিনগোরাতে মালালার ওপর হামলা চালায় জঙ্গিরা।