মাথাভাঙ্গা মনিটর: ইরাক ও সিরিয়ায় প্রায় ৩২ হাজার আইএস যোদ্ধা সক্রিয় রয়েছে। তারা মার্কিন হামলা মোকাবেলায় পূর্ণ প্রস্তুতি নিয়ে রেখেছে। মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএর’র রিপোর্টে একথা বলা হয়েছে। এর আগে ধারণা করা হয়েছিলো যে ইরাক ও সিরিয়ায় ১০ হাজার যোদ্ধা রয়েছে। সিরিয়ায়ও আইএস যোদ্ধাদের অবস্থান লক্ষ্য করে বিমান হামলা চালানোর ঘোষণা দেয়ার পর সিআইএ এ রিপোর্ট দেয়। এতে বলা হয়েছে, ইরাক ও সিরিয়ার মাটিতে সুন্নি জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) ২০ থেকে সাড়ে ৩১ হাজার যোদ্ধা রয়েছে। সিআইএ’র কর্মকর্তাদের বরাত দিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে বলা হয়েছে, সিআইএর মুখপাত্র রায়ান ট্রাপানি এক বিবৃতিতে বলেন, গত মে থেকে আগস্ট পর্যন্ত পাওয়া সব গোয়েন্দা তথ্য পর্যালোচনা করে দেখা গেছে যে আইএসে ২০ থেকে ৩১ হাজার ৫০০ জন যোদ্ধা থাকতে পারে। তার ভাষ্য অনুযায়ী, গত জুন থেকে জোরালোভাবে দলীয় সদস্য নিয়োগের কারণে তাদের সংখ্যা এতো বেড়েছে। যুদ্ধক্ষেত্রে সাফল্য, খিলাফত আন্দোলনের ঘোষণা ও যুদ্ধক্ষেত্রে তৎপরতা বৃদ্ধির কারণে অনেকে আইএসে যোগ দিতে উদ্বুদ্ধ হয়েছে।