স্টাফ রিপোর্টার: ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০১৪-১৫ শিক্ষাবর্ষে ক ইউনিটের ভর্তি পরীক্ষায় জালিয়াতির অভিযোগে ১২ জনকে আটক করা হয়েছে। গতকাল শুক্রবার পরীক্ষা চলাকালীন বিভিন্ন কেন্দ্র থেকে তাদের আটক করা হয়। আটককৃতদের মধ্যে একজন ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) ছেলে রয়েছেন বলে জানা গেছে। গতকাল শুক্রবার পরীক্ষা চলাকালে ঢাবির কলা ভবনের ৩১১৭ নাম্বার কক্ষ থেকে ১ জন, বিজ্ঞান ভবন থেকে ৩ জন, ইডেন কলেজ পরীক্ষা কেন্দ্র থেকে ১ জন, ধানমণ্ডি আইডিয়াল কলেজ থেকে ১ জন, নীলক্ষেত হাইস্কুল থেকে ১ জন, মতিঝিল আইডিয়াল স্কুল থেকে ১ জন, নটরডেম কলেজ থেকে ১ জন এবং অগ্রণী কলেজ পরীক্ষা কেন্দ্র থেকে ১ জন পরীক্ষার্থীকে আটক করা হয়েছে। বাকি দুজনকে কোনো কেন্দ্র আটক করা হয়েছে তা জানা যায়নি। ঘটনার সত্যতা নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর অধ্যাপক ড. এম আমজাদ আলী বলেন, গতকাল শুক্রবার ভর্তি পরীক্ষায় জালিয়াতির অভিযোগে ১২ জনকে আটক করা হয়েছে। তবে আটককৃতদের নাম তাৎক্ষণিক জানাননি প্রক্টর। এর আগে শুক্রবার সকাল ১০টায় ঢাবি ক ইউনিটের অধীনে প্রথমবর্ষ সম্মান শ্রেণিতে ভর্তি পরীক্ষা শুরু হয়। পরীক্ষা শেষ হয় বেলা সাড়ে ১১টায়। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও ক্যাম্পাসের বাইরের মোট ৭৬টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়। এবার ১৬৪০টি আসনের বিপরীতে পরীক্ষায় অংশ নেয় ৮০ হাজার ৪৪২ জন। এর আগে গত ৫ সেপ্টেম্বর ঢাবি গ ইউনিটের ভর্তি পরীক্ষায় জালিয়াতির অভিযোগে সাতজনকে আটক করা হয়।