মেহেরপুর অফিস: মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে সদর উপজেলা কোলা ও শহরের বেড়পাড়া এলাকায় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে দু ব্যবসায়ীর নিকট থেকে ৩৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরের মেহেরপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এনডিসি আমীনুল ইসলামের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের একটি দল মেহেরপুর শহরের বেড়পাড়ার আবু বক্করের চানাচুর কারখানা ও সদর উপজেলার কোলা গ্রামের ফাইজুর রহমানের বিস্কুট কারখানায় অভিযান চালিয়ে বৈধ কাগজপত্র না থাকায় এবং নোংরা পরিবেশে খাবার তৈরির অপরাধে বেড়পাড়ার আবু বক্করের ৭ হাজার ও কোলা গ্রামের ফইজুর রহমানের ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।