বাল্যবিয়ে বন্ধে গাংনী ইউএনও’র বিশেষ উদ্যোগ : শপথ নিলেন চেয়ারম্যান কাজি ও ইমাম

 

 

গাংনী প্রতিনিধি: ‘বাল্যবিয়ে দেবো না, বাল্যবিয়ে দিতে সহযোগিতা করবো না’ এ স্লোগানে বাল্যবিয়ে বন্ধে শপথ গ্রহণ করেছেন মেহেরপুর গাংনী উপজেলা নির্বাহী অফিসার আবুল আমিন। এর অংশ হিসেবে গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ আয়োজিত ইমাম ও কাজি সমাবেশে বাল্যবিয়ে থেকে বিরত থাকতে শপথ নিয়েছেন ইউপি চেয়ারম্যান, কাজি ও ইমামসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।

উপজেলা মৎস্য কর্মকর্তা আবুল কালামের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাংনী উপজেলা নিবার্হী অফিসার আবুল আমিন। তিনি বক্তব্যে বলেন, বাল্যবিয়ের কুফল সম্পর্কে নতুন করে আলোচনার কোনো প্রয়োজন নেই। এটি সমাজ ও দেশের জন্য যে মারাত্মক ক্ষতিকর তা সবারই জানা। তাই আর একটি বাল্যবিয়ের ঘটনা যেন না ঘটে তার জন্য সবাইকে শপথ নিয়ে কাজ করতে হবে। এ সময় উপজেলা নির্বাহী অফিসার, সরকারি বিভিন্ন অফিসের কর্মকর্তা, কাজি, ইমাম ও কয়েকজন ইউপি চেয়ারম্যান শপথ গ্রহণ করেন।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান, জুনিয়র কনসালটেন্ট (শিশু) ডা. আলাউদ্দীন, সেভ দি চিলড্রেনের ডা. রমেন্দ্রনাথ মল্লিক, কাথুলী ইউপি চেয়ারম্যান কাবুল হোসেন, তেঁতুলবাড়িয়া ইউপি চেয়ারম্যান নাজমুল হুদা, মটমুড়া ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম, কাজিপুর ইউপি চেয়ারম্যান আলম হোসাইন ও ষোলটাকা ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ময়নাল হোসেন, উপজেলা ইমাম সভাপতি আহম্মদ শরীফ, গাংনী বাজার জামে মসজিদের ইমাম রুহুল আমিনসহ এ উপজেলার সকল কাজি ও ইমামবৃন্দ।