চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা পুলিশের মাদকবিরোধী অভিযান
স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা ডিবি পুলিশ মাদকবিরোধী অভিযান চালিয়ে ১৮ বোতল ফেনসিডিলসহ এক মাদকপাচারকারীকে আটক করেছে। গতরাত সাড়ে ৮টার দিকে আকন্দবাড়িয়ার সাদ্দামকে ফেনসিডিলসহ আটক করা হয়।
পুলিশ জানায়, চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে দর্শনা-জীবননগর সড়কে ফেনসিডিল পাচার হচ্ছে। ডিবি পুলিশের এসআই খালিদুর রহমান খালিদ, এসআই ইব্রাহিম ও এএসআই জগদীস সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালান। এ সময় গতরাত সাড়ে ৮টার দিকে চুয়াডাঙ্গা আকন্দবাড়িয়া ইক্ষু গবেষণা ইন্সিটিউট উপকেন্দ্রের সামনে উথলী আমতলা মুশার ছেলে সাদ্দাম (২২) সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখে। এ সময় তার শরীর তল্লাশি করে অভিনব কায়দায় দু পায়ে এ্যাংলেটের ভেতর থেকে ১৮ বোতল উদ্ধার করা হয়। পরে জিঙ্গাসাবাদে সাদ্দাম জানায়, ফেনসিডিলগুলো তারই গ্রামের রাছেল ও মামুনের। আর এগুলো ফরিদপুর বাসস্ট্যাণ্ডে ১ হাজার টাকা পারিশ্রমিকের বিনিময়ে পৌঁছে দেয়ার কথা ছিলো। এ কারণেই এখানে বাসের জন্য দাঁড়িয়ে ছিলাম।