কুষ্টিয়া ইবির ঝাউদিয়ায় বিদ্যুতস্পৃষ্ট হয়ে দু বোনের মৃত্যু

 

স্টাফ রিপোর্টার: কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ঝাউদিয়া বোয়ালবাড়ি গ্রামে বিদ্যুতস্পৃষ্ট হয়ে দু বোনের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার দিকে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে। এলাকাবাসী ও পুলিশ জানায়, দু বোন শিবারুন নেছা (৫০) ও বাহারুন নেছা (৫৫) ঝাউদিয়ার বোয়ালবাড়ি গ্রামে অসুস্থ ভাই বেলাল হোসেনকে দেখতে যান। এ সময় তারা বেলাল হোসেনের বাড়িতে থাকা বৈদ্যুতিক মোটরসংযোগ দেয়া টিউবওয়েলে গোসল করতে গিয়ে অসাবধানতাবশত বিদ্যুতস্পৃষ্ট হন। বাড়ির লোকজন ও এলাকাবাসী তাদের উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। নিহত শিবারুন নেছা একই গ্রামের জামির মণ্ডলের স্ত্রী এবং অপর বোন বাহারুন নেছা মিরপুর উপজেলার স্বর্গপুর গ্রামের শমসের মণ্ডলের স্ত্রী।