হাউলীকে একটি মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলা হবে
দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদার হাউলী ইউনিয়নে নবনির্বাচিত চেয়ারম্যান মোহাম্মদ আলী শাহ মিন্টু দায়িত্বভার গ্রহণ করেছেন। এ উপলক্ষে গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে হাউলী ইউনিয়ন পরিষদের উদ্যোগে দায়িত্ব পরিচিতিসভা অনুষ্ঠিত হয়। হাউলী ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিজাম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত পরিচিতি সভায় প্রধান অতিথি ছিলেন নবনির্বাচিত চেয়ারম্যান মোহাম্মদ আলী শাহ মিন্টু। বিশেষ অতিথি ছিলেন প্রত্যাশার নির্বাহী পরিচালক বিল্লাল হোসন, ওয়েভের জহির রায়হান, দর্শনা মোটর-শ্রমিক ইউনিয়নের সভাপতি কওছার আলী শাহ, আব্দুর রহমান মালিথা, আব্দুল ওয়াহেদ, সলেমান মল্লিক, শওকত আলী, ইউসুফ আলী, ইউপি সচিব সুজাল আলী, ইউপি সদস্য জাহাঙ্গীর আলম টিক্কা, আব্দুল হান্নান, রিকাত আলী, সাবিনা ইয়াসমিন মিনি, রওশন আরা, মোমেহার খাতুন প্রমূখ। পরিচিতিসভার শুরুতেই ডিজিটাল সেন্টারের পক্ষে পুষ্পমাল্য অর্পণ করেন উদ্যোক্তা শাহজাহান আলী। ইউনিয়নবাসীর পক্ষে পুষ্পমাল্য অর্পণ করেন সাম্পান শাহ, জাহাঙ্গীর আলম, রাজু আহম্মেদ, মাসুদ রানা, হামজার আলী ও তাজ আলম।
প্রধান অতিথির বক্তব্যে নবনির্বাচিত চেয়ারম্যান মোহাম্মদ আলী শাহ মিন্টু ইউনিয়নবাসীর সহযোগিতা চেয়ে বলেন, নারীর ক্ষতায়ন, বাল্যবিয়ে নিরোধ, শিক্ষার হার বৃদ্ধি, দারিদ্রতা রোধ, সুশাসন প্রতিষ্ঠা, ভিক্ষাবৃত্তি রোধসহ রাস্তাঘাটের উন্নয়নের মধ্যদিয়ে হাউলী ইউনিয়নকে একটি মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলবো ইনশাল্লাহ। পরিচিতিসভা শেষে দেশ ও জাতির শান্তি কামনা করে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। মিলাদ মাহফিলে দোয়া পরিচালনা করেন ডুগডুগি বাজার জামে মসজিদের ইমাম হাফেজ সাইদুর রহমান।