নতিপোতায় শেখ সেলিম ফুটবলে করিমপুর একাদশ জয়ী

 

নতিপোতা প্রতিনিধি: দামুড়হুদা উপজেলার নতিপোতা ইউনিয়নের বেড়বাড়িতে শেখ সেলিম ফুটবল টুর্নামেন্টে করিমপুর একাদশ জয়লাভ করেছে। গতকাল বিকেল ৫টায় অনুষ্ঠিত খেলায় করিমপুর একাদশ হোগলডাঙ্গা সবুজ সংঘকে ৩-১ গোলে পরাজিত করেছে। খেলার প্রথমদিকে ১-১ গোলে ড্র হয়। পরবর্তীতে টাইব্রেকারে ৩-১ গোলে করিমপুর একাদশ হোগলডাঙ্গা সবুজ সংঘকে পরাজিত করে। এ সময় উপস্থিত ছিলেন খেলার আয়োজক যুবলীগ নেতা শেখ সেলিম, ম্যানেজার শেখ নাজিম, ডালিম, ডা. সাইদুরসহ অসংখ্য দর্শক। খেলাটি পরিচালনা করেন মো. তুহিন আলী।