কিশোরগঞ্জে আধিপত্যের সংঘর্ষে পড়ে দু শিশু নিহত

 

স্টাফ রিপোর্টার: কিশোরগঞ্জের মিঠামইন উপজেলায় আধিপত্য বিস্তার নিয়ে দু পক্ষের সংঘর্ষের মধ্যে পড়ে দু শিশু নিহত হয়েছে। কিশোরগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার লিটন কুমার সাহা জানান, গতকাল মঙ্গলবার বেলা ১০টার দিকে মিঠামইন উপজেলার দুর্গম হাওর এলাকা ঢাকি ইউনিয়নের বড়কান্দা গ্রামে এ ঘটনায় আহত হয়েছেন আরো অন্তত ২৫ জন। নিহত দু শিশু হলো- ওই গ্রামের মুকসেদ আলীর মেয়ে চায়না আক্তার (৯) এবং মোহাম্মদ আলীর ছেলে মুজাক্কির (১২)। এদের মধ্যে মুজাক্কির চিলিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণিতে পড়তো। স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, এলাকার আধিপত্য নিয়ে বড়কান্দা ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হায়দার আলী এবং ঢাকি ইউপি সদস্য বাছির মিয়ার মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। গত সোমবার রাতেও এ নিয়ে দু পক্ষের লোকজনের কথা কাটাকাটি হয়। এর জের ধরে গতকাল মঙ্গলবার দু পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। প্রায় ঘণ্টাব্যাপি এ সংঘর্ষের মধ্যে পড়ে গিয়ে বল্লমবিদ্ধ হয় দু শিশু। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয় বলে অতিরিক্ত পুলিশ সুপার জানান। তিনি বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। আপাতত পরিস্থিতি শান্ত রয়েছে। আহতদের মিঠামইন ও কিশোরগঞ্জের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Leave a comment