দামুড়হুদার মুন্সিপুর বিজিবির অভিযান : ফেনসিডিলসহ হুদাপাড়ার চাঁদ আলী আটক

 

দর্শনা অফিস/কার্পাসডাঙ্গা প্রতিনিধি: দামুড়হুদার মুন্সিপুর বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে ফেনসিডিলসহ এক স্কুলছাত্রকে আটক করেছে। স্কুলছাত্র লালচাঁদসহ তিনজনের বিরুদ্ধে বিজিবি থানায় মামলা দায়ের করেছে। গতকাল সোমবার রাত সাড়ে আটটার দিকে দামুড়হুদার মুন্সিপুর বিজিবি ক্যাম্পের হাবিলদার জিল্লুর রহমান গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় সদস্যদের নিয়ে অভিযান চালান কুতুবপুর ফেডারি স্কুলমাঠ এলাকায়। বিজিবি সদস্যরা ওই মাঠ থেকে আটক করেন উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের হুদাপাড়া গ্রামের উত্তরপাড়ার জিয়াউর রহমানের স্কুলপড়–য়া ছেলে চাঁদ আলীকে (১৫)। বিজিবির পক্ষ থেকে বলা হয়েছে, চাঁদ আলীর কাছ থেকে নয় বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এদিকে আটককৃত চাঁদ আলী বলেছে, হুদাপড়ার ইজারুল হকের ছেলে ফিরাতুল ও ইজাজুলের ছেলে ইমরান একটি কাপড়ে থলে হাতে দিয়ে তা কুতুবপুরে পৌঁছে দিতে বলে। এ থলেই ফেনসিডিল ছিলো তা কোনোভাবেই জানতে পারেনি বলে দাবি করেছে চাঁদ আলী। এ ঘটনায় হাবিলদার জিল্লুর রহমান বাদী হয়ে আটককৃত চাঁদআলীসহ ইমরান ও ফিরাতুলের বিরুদ্ধে গতরাতেই দামুড়হুদা থানায় মামলা দায়ের করেছেন।