আন্তর্জাতিক সাক্ষরতা দিবস আজ

 

 

স্টাফ রিপোর্টার:আজ৮ সেপ্টেম্বর সোমবার আন্তর্জাতিক সাক্ষরতা দিবস। দিবসটি উপলক্ষে সারাদেশেবিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানসমূহ নানা কর্মসূচির উদ্যোগ নিয়েছে।দিবসটির এবারের প্রতিপাদ্য ‘টেকসই উন্নয়নের মূল কথা সাক্ষরতা আর দক্ষতা (লিটারেসি অ্যান্ড সাসটেইনেবল ডেভেলপমেন্ট)। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী এউপলক্ষে পৃথক বাণী দিয়েছেন।

দিবসটি উপলক্ষে চুয়াডাঙ্গা জেরা প্রশাসন নানা কর্মসূচি হাতে নিয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে, আজ সোমবার সকাল সাড়ে ৯টায় ৱ্যালি। জেলা প্রশাসকের কার্যালয় থেকে শুরু হয়েছে ৱ্যালিটি জেলা শহর প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে ফিরবে। সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হবে আলোচনাসভা। কর্মসূচিতে অংশগ্রহণের জন্য সকলকে অনুরোধ জানানো হয়েছে।

অপরদিকে ফাউন্ডেশন ফর সাসটেইনেবল ডেভেলপমেন্টশীর্ষকএক আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করা হয়েছে। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনকেন্দ্রে আয়োজিত এ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনাগণ সাক্ষরতায় চ্যাম্পিয়ন ১৪টি দেশের প্রতিনিধিদের হাতে ইউনেস্কো লিটারেসিঅ্যাওয়ার্ড তুলে দেবেন।

উল্লেখ্য, ১৯৬৫ সালের নভেম্বরের ১৭ তারিখে ইউনেস্কো ৮ সেপ্টেম্বরকে আন্তর্জাতিকসাক্ষরতা দিবস ঘোষণা করে। ব্যক্তি, গোষ্ঠী ও সমাজের মধ্যে শিক্ষারপ্রয়োজনীয়তা ও তাৎপর্য তুলে ধরার লক্ষ্যে এ দিবসটি নির্ধারণ করা হয়। ১৯৬৬সালে বিশ্বে প্রথম আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালন করা হয়। প্রতিবছর এদিবসটি উদযাপনের মধ্যে দিয়ে আন্তর্জাতিক অঙ্গনে বিভিন্ন দেশের সাক্ষরতা এবংবয়স্ক শিক্ষার অবস্থা তুলে ধরা হয়। স্বাধীন বাংলাদেশে ১৯৭২ সালে প্রথমসাক্ষরতা দিবস উদযাপিত হয়।