সংসদেও ঘুমান সমাজকল্যাণ মন্ত্রী

 

স্টাফ রিপোর্টার: এবারজাতীয় সংসদেও ঘুমালেন সমাজকল্যাণমন্ত্রী সৈয়দ মহসিন আলী। গতকালরোববার অধিবেশনচালাকালে প্রশ্নোত্তরের সময় অধিবেশন কক্ষে ঘুমিয়ে পড়েন মন্ত্রী। ডাকে সাড়ানা মেলার পর ভূমিমন্ত্রীর হাতের টানে ঘুম ভাঙে মহসীন আলীর।সংসদেপ্রশ্নের উত্তর দিতে স্পিকার মন্ত্রীর নাম আহ্বান করলে দেখা যায় তিনি মাথানিচু করে ঘুমাচ্ছেন। পাশে থাকা ভূমিমন্ত্রী কয়েকবার ডাক দিলেও তাতে সাড়ামেলেনি। পরে মন্ত্রী মহসীন আলীর হাত ধরে টান দিলে ঘুম ভাঙে তার।পরেপ্রশ্নোত্তরে মন্ত্রী জানান, ঢাকা মহানগরীকে ভিক্ষুকমুক্তকরণ এবংভিক্ষাবৃত্তিতে নিয়োজিতদের পুনর্বাসনের লক্ষ্যে ২০১০ সালে সমাজকল্যাণমন্ত্রণালয় কর্তক ভিক্ষাবৃত্তিতে নিয়োজিত জনগোষ্ঠীর পুনর্বাসন ও বিকল্পকর্মসংস্থানশীর্ষক কর্মসূচি নেয়া হয়েছে।সরকারি দলের সংসদ সদস্যদিদারুল আলমের প্রশ্নের জবাবে মন্ত্রী আরও জানান, ২০১১ সালে ঢাকা সিটির১০টি জোনে জরিপ চালিয়ে ভিক্ষাবৃত্তিতে নিয়োজিত ১০ হাজার জনের আর্থসামাজিকঅবস্থা সম্পর্কে তথ্য সংগ্রহ করা হয়েছে। এর মধ্য থেকে পাইলটিং পর্যায়েময়মনসিংহ জেলায় ৩৭ জন ও জামালপুর জেলায় ২৯ জনকে রিকশা, ভ্যান ও ক্ষুদ্রব্যবসা পরিচালনা পুঁজি হিসেবে মূলধন প্রদানের মাধ্যমে পুনর্বাসন করা হয়।