হাসপাতালের জরুরি বিভাগের এমএলএসএস’র বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

 

 

স্টাফ রিপোর্টার: হাসপাতালের জরুরি বিভাগ থেকে ১ হাজার ৮শ টাকার ওষুধপথ্য কিনতে বাধ্য করায় আবাসিক মেডিকেল অফিসারের নিকট নালিশ করেছেন রোগীর মা ও শাশুড়ি। অভিযোগের প্রেক্ষিতে জরুরি বিভাগের এমএলএসএস লিংকনের অভিমত জেনে প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন সিভিল সার্জন। গতকাল সংশ্লিষ্টসূত্র এ তথ্য জানিয়ে বলেছে, দীর্ঘদিন ধরেই চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কয়েকজনের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ উত্থাপন হলেও প্রতিকার মিলছে না।

জানা গেছে, চুয়াডাঙ্গা ডিঙ্গেদহ মানিকদিহিপাড়ার সবুজ নামের এক যুবক গত শুক্রবার আলমসাধু দুর্ঘটনার কবলে পড়েন। পায়ে ক্ষত হয়। তাকে হাসপাতালে নেয়া হয়। জরুরি বিভাগ থেকে একটি চিরকুট ধরিয়ে দেয়া হয়। ১৮’শর অধিক টাকা দিয়ে সেগুলো কিনতে হয়। আলমসাধু বন্দক দিয়ে ওষুধ কেনার পর সবুজের লোকজন দেখতে পান, যে অসুধপথ্য কেনা হয়েছে তা রোগী সবুজের চিকিৎসা কাজে না লাগিয়ে দোকানে ফেরত দেয়া হয়েছে। এরই এক পর্যায়ে সবুজের মা শাহিনা খাতুন ও শাশুড়ি ছায়েরা খাতুন হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসারের নিকট নালিশ করেন। ঘটনার বর্ণনা শোনার পর আবাসিক মেডিকেল অফিসার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেন।

অভিযোগের বিষয়ে লিঙ্কনের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেছেন, হাসপাতালের জরুরি বিভাগে এরকম কাজ সকলেই করেন। আমিও করেছি। আমি করেছি বলেই কি অভিযোগ উঠেছে?