মাথাভাঙ্গা মনিটর: আসন্ন চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টিতে সানরাইজার্স হায়দরাবাদকে নেতৃত্ব দেবেন ভারতীয় ওপেনার শিখর ধাওয়ান। সর্বশেষ আইপিএলে শুরুর দিকে এ ফ্র্যাঞ্চাইজির অধিনায়কের দায়িত্বে ছিলেন শ্রীলঙ্কার কুমার সাঙ্গাকারা। পরে তার স্থলাভিষিক্ত হন অস্ট্রেলিয়ার ক্যামেরুন হোয়াইট। চ্যাম্পিয়ন্স লিগে সাঙ্গাকারা স্বদেশী কান্দুরাত মেরুন্সের হয়ে খেলার আগ্রহ প্রকাশ করায় ধাওয়ান পেলেন নেতৃত্ব। সানরাইজার্স কোচ টম মুডি বলেন, সম্প্রতি ব্যাট হাতে আধিপত্য দেখিয়েছে ধাওয়ান। অনেক বেশি ধারাবাহিক ছিলো তার পারফরমেন্স। একজন খেলোয়াড় ও দলের সদস্য হিসেবে সে একেবারে পরিপূর্ণ। এজন্য তাকে আমরা আমাদের নতুন অধিনায়ক নির্বাচন করেছি। আজ মঙ্গলবার কান্দুরাতের বিপক্ষে বাছাইপর্বের প্রথম ম্যাচ খেলবে সানরাইজার্স।