দ্বিতীয় সন্তান নিতে পারবেন চীনের ২০ হাজার দম্পতি

 

মাথাভাঙ্গা মনিটর: জনসংখ্যা নিয়ন্ত্রণে চীন সরকার তাদের এক সন্তাননীতি কঠোর ভাবে বাস্তবায়ন করলেও এ বছর ২১ ফেব্রুয়ারিতে দেশটি এ নীতি কিছুটাশিথিল করার পর এ উদ্যোগ নিলো।চীনে দ্বিতীয় সন্তান নেয়ার অনুমতি পেয়েছে প্রায় ২০ হাজারপরিবার। গত শনিবারবেইজিঙের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা পৌর কমিশন এ সংক্রান্ত একটি পরিসংখ্যানপ্রকাশ করেছে।পরিসংখ্যান অনুযায়ী, ২১ হাজার ২৪৯ জন দম্পতি আবেদন করেছিলেন এবং১৯ হাজার ৩৬৩ জনকে দ্বিতীয় সন্তান নেয়ার অনুমতি দেয়া হয়েছে।কমিশনের পক্ষ থেকেবলা হয়, যেসব দম্পতিদের অনুমতি দেয়া হয়েছে তাদের ৫৬ শতাংশ নারীর বয়স ৩১ থেকে ৩৫ এরমধ্যে।এছাড়াঅনুমতি পাওয়া ৫৩৭ জন নারীর বয়স ৪০ এর ওপরে।২০১৩ সালেরশেষে চীন তাদের এক দশক ধরে চলা এক সন্তান নীতি শিথিল করে।এর আগে চীনেরবেশির ভাগ প্রদেশে কেবল ওই সব দম্পতিদেরই দ্বিতীয় সন্তান নেয়ার অনুমতি দেয়া হতোযাদের অন্তত একজন তার বাবা-মা’র একমাত্র সন্তান।এক সন্তান নীতির কঠোরবাস্তবায়নের ফলে চীনে তরুণদের তুলনায় বয়স্ক মানুষের সংখ্যা বেড়ে গেছে, যা শ্রমবাজারে নেতিবাচক প্রভাব ফেলছে।জনসংখ্যাবিদরা মনে করেন, পরিবার পরিকল্পনানীতি শিথিল করার সিদ্ধান্ত এ সমস্যা সমাধানে সাহায্য করবে।