মেহেরপুর অফিস: মেহেরপুরে জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার দুপুর ২টার দিকে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে এসভা অনুষ্ঠিত হয়। জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক সংসদ সদস্য জয়নাল আবেদীন সভায় সভাপতিত্ব করেন। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জেলা পরিষদের প্রশাসক অ্যাড. মিয়াজান আলী, জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাড. খন্দকার আব্দুল মতিন, গাংনী উপজেলা আওয়ামী লীগের সভাপতি সহিদুজ্জামান খোকন, মুজিবনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মোল্লা, মেহেরপুর শহর আওয়ামী লীগের সভাপতি অ্যাড. ইয়ারুল ইসলাম, সাধারণ সম্পাদক আক্কাস আলী, মেহেরপুর সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক মোল্লা, মুজিবনগর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান কামরুল হাসান চাঁদু, সাবেক জেলা কৃষকলীগের সভাপতি মাহবুব আলম শান্তি, জেলা যুবলীগের সভাপতি সাজ্জাদুল আনাম, গাংনী পৌর চেয়ারম্যান আহমেদ আলী, জেলা যুবলীগের সাবেক সভাপতি টনিক বিশ্বাসসহ আওয়ামী লীগের নেতা-কর্মীরা সভায় অংশগ্রহণ করেন। এসময় জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক সংসদ সদস্য জয়নাল আবেদীন বলেন, তত্ত্বাবধায়ক সরকারের অনৈতিক দাবি তুলে বিএনপি সংসদ নির্বাচন বর্জন করে তারা মহাভুল করেছে।
এদিকে জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সভায় মেহেরপুর সদর উপজেলার আমদহ ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি শমশের আলী নেতৃত্বে বিএনপির কয়েকজন নেতা-কর্মী জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ জয়নাল আবেদীন ও সাধারণ সম্পাদক অ্যাড. মিয়াজান আলীর হাতে ফুলের তোড়া তুলে দিয়ে আওয়ামী লীগে যোগদান করেন।