মোমিনপুর সরিষাডাঙ্গায় গর্তেরপানিতে ডুবে শিশুর মৃত্যু

 

মুন্সিগঞ্জ প্রতিনিধি: চুয়াডাঙ্গা জেলা সদরের মোমিনপুর ইউনিয়নের সরিষাডাঙ্গা মাঝেরপাড়ায় টিউবয়েলের পানি নিষ্কাশনের গর্তের পাশে খেলতে গিয়ে বিপত্তি ঘটেছে। গর্তের পানিতে ডুবে শিশুকন্যার করুণ মৃত্যু হয়েছে। গতকাল বিকেলে গ্রামের পারিবারিক কবরস্থানে তার দাফন কাজ সম্পন্ন হয়েছে।

জানা গেছে, গতকাল শনিবার দুপুর ১টার দিকে মোমিনপুরের সরিষাডাঙ্গা মাঝেরপাড়ার মহাসিনের স্ত্রী প্রতিবেশীদের বাড়িতে গল্প করছিলেন। পাশেই ছোটশিশু মাহিমা হাঁটিহাঁটি পা পা করে খেলছিলো। এ সময় সবার অজান্তে বাড়ির মধ্যেই টিউবয়েলের পানি নিষ্কাশনের গর্তে পড়ে যায়। মহিমার মৃত্যুর সংবাদ গ্রামে ছড়িয়ে পড়লে গ্রামে শোকের মাতম চলতে থাকে। একমাত্র কন্যাসন্তানকে হারিয়ে মাহিমার বাবা-মায়ের আজাহারিতে এলাকার আকাশ-বাতাস ভারী হয়ে ওঠে। গতকাল বিকেল ৫টার দিকে গ্রামের পারিবারিক কবরস্থানে মৃত্যের জানাজা শেষে দাফন কাজ সম্পন্ন হয়েছে।