স্টাফ রিপোর্টার: জিহাদের নামে ইন্টারনেটে ভয়ঙ্কর প্রচারণা চালিয়েআসছে উগ্রপন্থি ধর্মীয় একাধিক গ্রুপ। কোরআন-হাদিসের নানা রকম ব্যাখ্যা দাঁড়করিয়ে তারা সবাইকে জিহাদে উদ্বুদ্ধ করার চেষ্টা করছে। শুধু তাই নয়, বোমাতৈরি থেকে শুরু করে অস্ত্র চালনা ও আইনশৃঙ্খলা বাহিনীর হাত থেকে রক্ষাপাওয়ার নানা কৌশল বাতলে দিচ্ছে নিজস্ব ব্লগ ও ওয়েবসাইটে। এমনকি টার্গেটকৃতব্যক্তিকে সবার চোখ এড়িয়ে কিভাবে হত্যা করা যায় তার বিষদ বিবরণ প্রচারণাকরা হচ্ছে। তাদের ভাষ্য মতে, বাংলাদেশে জিহাদ করা ফরজ হয়ে গেছে।গণতান্ত্রিক রাষ্ট্রীয় ব্যবস্থা থেকে খিলাফত রাষ্ট্র প্রতিষ্ঠা করাই তাদেরমূল উদ্দেশ্য।
সংশ্লিষ্টরা বলছেন, এমনিতেই জিহাদের নামে যেভাবে ইন্টারনেটেপ্রচারণা চলছে তারপর আবার সম্প্রতি আল-কায়েদা নেতা আয়মান আল জাওয়াহিরিরঘোষণায় উগ্রপন্থিরা আরও বেশি উদ্বুদ্ধ হতে পারে। এ কারণে এসবপ্রচার-প্রচারণা কঠোরভাবে নিয়ন্ত্রণ করা জরুরি হয়ে পড়েছে। ঢাকা মহানগরপুলিশের যুগ্ম কমিশনার (ডিবি) মনিরুল ইসলাম বলেন, ইন্টারনেটে এ রকমপ্রচার-প্রচারণা বন্ধ করতে সবসময় নজরদারি করা হয়। ইতোমধ্যে কিছু কিছুওয়েসাইট ও ব্লগ বিটিআরসির সহায়তায় বন্ধও করা হয়েছে। কিন্তু বন্ধ করার কয়েকদিনের মধ্যেই তারা আবার নতুন নামে ওয়েবসাইট খুলে প্রচারণা চালায়।