স্টাফ রিপোর্টার: প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয় বলেছেন, আওয়ামী লীগ সরকার কারখানার শ্রমিকদের বেতন দ্বিগুন করেছে। শ্রমিকদের বেতন আবারও বাড়ানো হবে। আওয়ামী লীগ সরকার আসার আগে প্রচুর লোডশেডিং হতো। এখন লোডশেডিং নেই বললেই চলে। গত সাড়ে চার বছরে বিদ্যুতের সমস্যার সমাধান করা হয়েছে। এগুলো সবই করেছে আওয়ামী লীগ সরকার। সজীব ওয়াজেদ বলেন, যুদ্ধাপরাধীদের বিচার করা হয়েছে। এখন তাদের শাস্তি কার্যকর করার জন্য আবার আওয়ামী লীগকে ভোট দিয়ে জয়ী করতে হবে। গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা ত্রিমোড়া এলাকায় গতকাল সোমবার বিকেলে বঙ্গবন্ধু স্কুলমাঠে পথসভায় সজীব ওয়াজেদ এসব কথা বলেন।
সজীব ওয়াজেদ বলেন, গাজীপুরের এখানে সড়কের চার লেনের সড়কের কাজ শুরু হয়েছে। নতুন নতুন স্কুল তৈরি করা হয়েছে। সেগুলোতে কম্পিউটার দেয়া হয়েছে। সরকার প্রতিবছর ২৬ কোটি বই বিনা মূল্যে বিতরণ করেছে। এটা কোনো দেশেই সম্ভব হয়নি। আমরা নতুন নতুন রাস্তাঘাট তৈরি করে যাচ্ছি।