২০ বছর পর ইংল্যান্ডের হেডিংলি জয়

মাথাভাঙ্গা মনিটর: ২০ বছর পর হেডিংলি মাঠে জয় পেয়েছে ইংল্যান্ড। এ মাঠেইংলিশরা সর্বশেষ জয় ১৯৯৪ সালে। এরপর টানা পাঁচটি ওয়ানডেতে হারে ইংল্যান্ড।অবশেষে গত শুক্রবার ভারতকে হারিয়ে অপেক্ষা মোচন হলো তাদের। পাঁচ ম্যাচ ওয়ানডেসিরিজের শেষ ম্যাচে ভারতকে ৪১ রানে হারায় ইংল্যান্ড। তবে ১ ম্যাচ হাতেরেখেই সিরিজ জিতে নিয়েছিলো ভারত। গত শুক্রবার প্রথমে ব্যাটিং শেষে নির্ধারিতওভারে ৭ উইকেটে ২৯৪ রানের পুঁজি পায় ইংলিশরা। দলের পক্ষে সর্বোচ্চ ১১৩ রানকরেন জো রুট। ১০৮ বলের ইনিংসে ৩ ছক্কা ও ১০ চার হাঁকান। ভারতের পক্ষেসর্বোচ্চ ২ উইকেট পান মোহাম্মদ শামি।

জবাবে ৪৮.৪ ওভারে ২৫৩ রানে অলআউট হয়েযায় ভারত। দলের পক্ষে রবীন্দ্র জাদেজা ৮৭ রানের ইনিংস খেললেও ভারতকে জয়উপহার দিতে ব্যর্থ হন। ইংল্যান্ডের পক্ষে সর্বোচ্চ ৩ উইকেট পান স্টোকস।ম্যাচ সেরা হয়েছেন জো রুট।