পর্নোগ্রাফি করতে চাপ :স্বামীকে হত্যা :ধৃত দক্ষিণী অভিনেত্রী

মাথাভাঙ্গা মনিটর: স্বামীকে হত্যার অভিযোগে চেন্নাই পুলিশ ব্যাঙ্গালোরথেকে ২২ বছরের দক্ষিণী সিনেমা অভিনেত্রী শ্রুতি চন্দ্রলেখাকে গ্রেফতার করলো।পর্নোগ্রাফি সিনেমার জন্য তার ওপর জোরজবরদস্তি করার কারণেই তিতিবিরক্তহয়ে স্বামীকে খুন করেছেন বলে শ্রুতির দাবি। শ্রুতি কয়েকটি তামিল ও কান্নড়সিনেমায় অভিনয় করেছেন। পুলিশ জানিয়েছে, শ্রুতি তার দু সঙ্গীর সাথে ছককষে তার স্বামী এস রোনাল্ড পিটার পিঞ্জোকে (৩৫) হত্যা করেন।অন্য পাঁচজনের সহায়তায় পিটারের দেহ তিরুনেলভেলি জেলার পালায়ামকোট্টাইতে মাটিতে পুঁতেদেন।গত জানুয়ারিতেই পুলিশ শ্রুতির সঙ্গী প্রিনসন ওগাঁধীমাথিনাথন, বিজয়,বিনোথ নির্মল এবং রফিককে গ্রেফতার করে। উমাচন্দ্রন ওএলিসা নামে আরও দু অভিযুক্ত ফেরার।