মেহেরপুর অফিস: ১৪ দিন অতিবাহিত হওয়ার পরও মেহেরপুর সদর উপজেলার সীমান্তবর্তী গ্রাম শুভরাজপুরের অপহৃত ৪র্থ শ্রেণির ছাত্র আতাউর রহমানকে উদ্ধার করতে পারেনি পুলিশ। আতাউরের পিতা আলিফ আফ্রিকা প্রবাসী তার সন্তান অপহরনে দিশেহারা হয়ে পড়েছেন। মা ছামেনা বেগম ছেলের শোকে পাগল প্রায়। অপহৃত আতাউরের ভাগ্যে কি ঘটেছে তা কেউ জানেনা। প্রতিবেশীরা সবাই সমবেদনায় কাতর হয়ে পড়েছে। গত ৩ সেপ্টেম্বর শিশুপুত্র আতাউর অপহরনের সময় তার নানা সামাদের ছোট ভাই স্কুল শিক্ষক আব্দুল হালিমকে ডাকাতদল গুলি ও বোমা হামলা করে তাকে হত্যা করে। এ ঘটনায় পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি। মেহেরপুর সদর থানার ওসি রিয়াজুল ইসলাম জানান, অপহৃত আতাউরকে উদ্ধারের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে।