ঝিনাইদহ অফিস: ঝিনাইদহের মহেশপুর উপজেলার বারইপাড়া গ্রাম থেকে গতকাল শুক্রবার দুপুরে র্যাব-৬ ঝিনাইদহ ক্যাম্পের সদস্যরা অভিযান চালিয়ে ইয়াবা ও ফেনসিডিলসহ পাঁচ জনকে আটক করেছেন। আটককৃতরা হলো- মহেশপুর উপজেলার গয়েশপুর গ্রামের শাজাহান মিয়ার ছেলে রতন মিয়া (৩৩),একই গ্রামের মৃত সুরুজ মিয়ার ছেলে জহুর আলী (৩০) ও পাতিবিলা গ্রামের সাইদ মণ্ডল (৩৫),মহেশপুরের হামিদপুর গ্রামের হারাধন চন্দ্রের ছেলে শ্রী সুশান্ত (২০) এবং মেহেরপুর জেলার মল্লিকপাড়ার আব্দুল লতিফের ছেলে মিনারুল ইসলাম (৩২)। তাদের কাছ থেকে র্যাব ১০০ বোতল ভারতীয় ফেনসিডিল,২০ পিস ইয়াবা ট্যাবলেট ও একটি মোটরসাইকেল উদ্ধার করেছে।
র্যাব-৬ ঝিনাইদহ ক্যাম্পের কমান্ডার নিয়াজ মোহাম্মদ ফয়সাল সাংবাদিকদের জানান,গোপনসূত্রে খবর পেয়ে শুক্রবার দুপুর ১২টার দিকে মহেশপুর উপজেলার বারইপাড়া গ্রামের স্বপন কুমার কুণ্ডুর বাড়িতে অভিযান চালায়। অভিযানকালে র্যাব সদস্যরা ইয়াবা ও ফেনসিডিলসহ পাঁচজনকে আটক করে। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মহেশপুর থানায় একটি মামলা দায়ের হয়েছে।