মেহেরপুর অফিস: মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কে মেহেরপুর সদর উপজেলার চাঁদবিল নামক স্থানে শ্যালোইঞ্জিনচালিত আলমসাধু ও ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে কমপক্ষে ১২ জন গুরুতর আহত হয়েছেন। আহতদেরকে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
আহতরা জানিয়েছেন, মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর ইউনিয়নের বলিয়ারপুর গ্রামের ১৩/১৪ জন একটি আলমসাধুযোগে মেহেরপুর শহরের উপকণ্ঠে বামনপাড়ায় ওয়াজ মাহফিল অনুষ্ঠানে যাচ্ছিলেন। আলমসাধুটি আমঝুপি ইউনিয়নের চাঁদবিল নামক স্থানে পৌঁছুলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক্টরের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে আহত হন- বলিয়ারপুর গ্রামের আব্দুল করিমের ছেলে আলমসাধুচালক আজিজুল হক (৩৪), উজির আলী (৪২), উজির আলীর ছেলে শহিদ মিয়া (২৫), আক্কাস আলীর ছেলে শরিফ উদ্দীন (৩২), রাজু আহম্মেদ (৩০), সোহেল হোসেন (৩১), মোরাদ আলীর ছেলে কালু মিয়া (২৮), নিয়ামত আলীর ছেলে খোকন মিয়া (১৯), আরোজ আলীর ছেলে শিলন হোসেন (১৭), এখলাসের ছেলে নাজমুল হোসেন (১৫), আলিফ হোসেন (২১) ও সাগর হোসেন (২২)।স্থানীয়রা আহতদের উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক।