স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা দামুড়হুদার সুবলপুরের ফারহানা আক্তার তারা (১৮) করিমন দুর্ঘটনায় গুরুতর জখম হয়েছে। গতকাল সোমবার বিকেলে করিমনযোগে প্রাইভেট পড়তে যাওয়ার সময় পেছনের অপর একটি অবৈধযানের ধাক্কায় আছড়ে পড়ে গুরুতর জখম হয়। তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়েছে। ফারহানা আক্তার তারা সুবলপুরের মৃত নূরনবীর মেয়ে। সে দামুড়হুদা আব্দুল ওদুদ শাহ কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী। গতরাতে শেষ খবর পাওয়া পর্যন্ত তার জ্ঞান ফেরেনি। মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছিলো।