গাংনীপ প্রতিনিধি: মেহেরপুর গাংনীতে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীন বিএ-বিএসএস পরীক্ষা শুরু হয়েছে। গতকাল শুক্রবার গাংনী মহিলা ডিগ্রি কলেজকেন্দ্রে নকলমুক্ত পরিবেশে ইসলামিক স্ট্যাডিজ পরীক্ষা অনুষ্ঠিত হয় বলে জানান গাংনী উপজেলা নির্বাহী অফিসার আবুল আমিন।
চাকরিতে পদোন্নতির প্রয়োজনে কিংবা লেখাপড়া শেখার টানে বিভিন্ন বয়সী নারী-পুরুষ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বিএ-বিএসএস প্রোগ্রামে পরীক্ষা দিচ্ছেন। গ্রাজুয়েশন অর্জনে বৃদ্ধরাও পিছিয়ে নেই। এমনই চিত্র দেখা গেলো পরীক্ষাকেন্দ্রে। তবে ডিগ্রি অর্জনের দৌঁড়ে এগিয়ে রয়েছেন নারীরা। বিএ-বিএসএস প্রোগ্রামে প্রায় ৭শ’জন পরীক্ষার্থী রয়েছেন। এর মধ্যে নারী প্রায় সাড়ে চারশ’বলে জানান কেন্দ্র সমন্বয়কারী মহিলা ডিগ্রি কলেজ অধ্যক্ষ খোরশেদ আলী।
এদিকে নকলমুক্ত পরিবেশে পরীক্ষা অনুষ্ঠানের লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে গাংনী উপজেলা প্রশাসন। প্রশাসন ও কলেজ কর্তৃপক্ষের কঠোর ভূমিকার মধ্যদিয়ে নকলমুক্ত পরিবেশ নিশ্চিত করা হচ্ছে বলে জানান গাংনী উপজেলা নির্বাহী অফিসার।