স্টাফ রিপোর্টার: বয়স বারো তেরোর বেশি নয়। নাবালিকা কথা বলতে পারে কি পারে না তা বোঝা দায়। তবে সে যে মানসিক প্রতিবন্ধী তার আলামত স্পষ্ট। চুয়াডাঙ্গা-দামুড়হুদা সড়কের হাটকালুগঞ্জ এলাকায় টানপায়ে হাঁটছিলো সে। তখন রাত ১১টা। পিছু নিয়েছে দু বখাটে। দৃশ্য দেখে অপর এক পথচারী কিশোরীকে রক্ষার চেষ্টা করতে লাগলেন। শেষ পর্যন্ত দু বখাটে পিছু ছাড়লে খবর দেয়া হয় পুলিশে। স্থানীয় লোকজন ভিমরুল্লা পেরিয়ে উজিরপুরের নিকট থেকে কিশোরীকে উদ্ধার করে। পরে তাকে দেয়া হয়েছে পুলিশে। চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ গতরাতে কিশোরীকে থানা হেফাজতে রেখেছে। কিশোরী তার পরিচয় বলেনি বা বলতে পারেনি। শুধু হেসেছে। তবে খাবার খাওয়ার সময় হ্যাঁ আর না বলেছে।