মাথাভাঙ্গা ডেস্ক: চুয়াডাঙ্গা, আলমডাঙ্গা ও মেহেপুরে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের কারামুক্তি দিবস উপলক্ষে আলোচনাসভা, সমাবেশ ও মৌন মিছিল করেছে বিএনপি। বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ৭ম কারামুক্তি দিবস উপলক্ষে চুয়াডাঙ্গা জেলা বিএনপির উদ্যোগে আলোচনাসভা বিকেল ৪টার দিকে জেলা সাংবাদিক সমিতির কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হয়। আলোচনাসভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল চুয়াডাঙ্গা জেলা আহ্বায়ক কমিটির সদস্য এম জেনারেল ইসলাম। আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য জেলা বিএনপির আহ্বায়ক মুহা. অহিদুল ইসলাম বিশ্বাস। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক খন্দকার আব্দুল জব্বার সোনা, মজিবুল হক মালিক মজু, সদস্য সিরাজুল ইসলাম মনি, সদর উপজেলা বিএনপির সভাপতি অ্যাড. এমএম শাহজাহান মুকুল, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম মঙ্গল, বিএনপি নেতা অ্যাড. মানি খন্দকার, সদস্য মির্জা ফরিদুল ইসলাম শিপলু, সদস্য আবু বকর সিদ্দিক আবু, জেলা মৎস্যজীবী দলনেতা আবু বকর সিদ্দিক বকুল, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হাজি আব্দুল মান্নান, জেলা ওলামা দলের আহ্বায়ক মাও. আনোয়ার হোসেন, জেলা যুবদল নেতা সাইফুর রশীদ ঝন্টু, জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রাজীব খানু প্রমুখ।
প্রধান অতিথি মুহা. অহিদুল ইসলাম বিশ্বাস বলেন, দেশের এই ক্রান্তিলগ্নে দেশে ও জাতিকে রক্ষা করার জন্য তারেক রহমানের নেতৃত্বে এই স্বৈরাচার হাসিনার বিরুদ্ধে তীব্র গণআন্দোলন সৃষ্টি করতে হবে। তিনি বলেন, ১/১১’র সেনা সমর্থিত সরকার অন্যায়ভাবে তারেক রহমানকে গ্রেফতার করে শারীরিক নির্যাতন করে বাংলাদেশের গণতন্ত্রকে হত্যা করতে চেয়েছিলো। কিন্তু বাংলাদেশের দেশপ্রেমিক জনগণের দোয়ায় তিনি বেঁচে আছেন এবং সুদূর ইংল্যান্ড থেকে এই স্বৈরাচারী সরকারের হাত থেকে দেশ ও জাতিকে রক্ষা করার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে নেতৃত্বে দিচ্ছেন। তিনি আরও বলেন, এই হাসিনা সরকার অবৈধ মিথ্যা মামলা দিয়ে তাকে দেশে আসতে দিচ্ছে না। তারেক রহমান বিএনপি ক্ষমতা থাকা অবস্থায় দেশের কোনো নির্বাহী পদে ছিলেন না। সভায় উপস্থিত ছিলেন- জেলা আহ্বায়ক কমিটির সদস্যবৃন্দ, সদর উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ, ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ, ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দসহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। আলোচনাসভা পরিচালনা করেন জেলা আহ্বায়ক কমিটির সদস্য রউফুন নাহার রীনা। আলোচনাসভা শেষে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের সাম্প্রতিক প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।
আলমডাঙ্গা ব্যুরো জানিয়েছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট তারেক রহমানের ৭ম কারামুক্ত দিবস উপলক্ষে আলমডাঙ্গা উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যায় আলমডাঙ্গা উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত ওই আলোচনাসভায় সভাপতিত্ব করেন আলমডাঙ্গা পৌর বিএনপির সভাপতি আনিছুর রহমান। প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি হাজি মজিবর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আসিরুল ইসলাম সেলিম,সিনিয়র সহসভাপতি ছানোয়ার হোসেন লাড্ডু প্রমুখ। পৌর বিএনপির সাধারণ সম্পাদক আজিজুর রহমান পিন্টুর উপস্থাপনায় বক্তব্য রাখেন- ডাউকি ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল জব্বার বাবলু, উপজেলা বিএনপির নেতা ইলিয়াস আহম্মেদ সিদ্দিক, কামরুজ্জামান বকুল, শাহ আলম, কুমারী ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল ইসলাম, হাজি মুসাহক, হাসিবুল ইসলাম, হাফিজুর রহমান চমক, কাউন্সিলর নাসির উদ্দিন, ঝন্টু মালিতা, হারুন-অর-রশিদ, মামুনুর রহমান, গোলাম বিশ্বাস. মিন্টু, বিল্লাল হোসেন, সমসের, আমজাদ হোসেন, বরকত আলী, ঝন্টু, ডা. আব্দুল আলিম, ইউনুস আলী, চিনির উদ্দিন, সোরাপ, প্রিন্স, আব্দুল আওয়াল, রনি, যুবদল নেতা বিপ্লব, টরিক, আকুল ছাত্রদল নেতা ফারুকুজ্জামান, হিরা, সাইফুল, সবুজ মামুন অর রশিদ প্রমুখ।
মেহেরপুর অফিস জানিয়েছে, তারেক রহমানের সপ্তম কারামুক্তি দিবস উপলক্ষে মৌন মিছিল ও সমাবেশ করেছে মেহেরপুর জেলা বিএনপি। গতকাল বুধবার সকাল সাড়ে ১০টার দিকে জেলা বিএনপি কার্যালয়ের সামনে থেকে একটি মৌন মিছিল বের হয়ে বোসপাড়া সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। সাবেক সংসদ সদস্য মাসুদ আরুন, জেলা বিএনপির সহসভাপতি আব্দুর রহমান, ইলিয়াস হোসেন, পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস, বিএনপি নেতা আবু ওবাইদুল্লাহ সেন্টুসহ বিএনপি নেতাকর্মীরা মৌন মিছিল ও সমাবেশে অংশগ্রহণ করেন। এসময় বক্তারা বলেন, বর্তমান সরকার টিকে থাকার জন্য সাধারণ মানুষের ওপর জুলুম করেই চলেছে। এ অবৈধ সরকারকে আন্দোলনের মাধ্যমে পতন ঘটানো হবে।
ঝিনাইদহ অফিস জানিয়েছে, বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের কারামুক্তি দিবস পালন উপলক্ষে গতকাল বুধবার ঝিনাইদহ শহরের কুটুম কমিউনিটি সেন্টার দোয়া মাহফিল ও আলোচসাসভার আয়োজন করা হয়। দোয়া অনুষ্ঠানে তারেক রহমানের সুস্বাস্থ্য কামনা করে মোনাজাত করেন মাওলানা আল মাহথির লিপিয়ার। মোনাজাত শেষে আলোচনাসভা জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম আননের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। আলোচনাসভায় প্রধনি অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক মো. মসিউর রহমান। অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিএনপি নেতা আব্দুল মালেক, অ্যাড. মুন্সি কামাল আজাদ পান্নু, জাহিদুজ্জামান মনা, উপজেলা চেয়ারম্যান অ্যাড. আব্দুল আলীম, আশরাফুল ইসলাম পিন্টু, শ্রমিক নেতা আবু বক্কার, আনোয়ারুল ইসলাম বাদশা, জিয়াউল ইসলাম ফিরোজ, মহিলা ভাইস চেয়ারম্যান তহুরা খাতুন সাজেদুর রহমান পাপ্পু, আবুল বাশার বাশি, মাখন জোয়ারদার ও মীর ফজলে ইলাহী শিমুল।
প্রধান অতিথি মসিউর রহমান তার বক্তৃতায় বলেন, তারেক রহমানের অপেক্ষায় রয়েছে বাংলাদেশ। তার যোগ্য নেতৃত্বে বাংলাদেশকে নব্য স্বৈরাচার মুক্ত হবে ইনশাল্লাহ। তিনি বলেন, বাংলাদেশ এক ক্রান্তিকাল মুহূর্ত অতিক্রম করছে। দেশে যা হচ্ছে তা বনে জঙ্গলের জানোয়ারও এমন আচরণ করে না। অনুষ্ঠান শেষে তবারক বিতরণ করা হয়।