দর্শনা জয়নগরে বিষপানে কৃষকের আত্মহত্যা

 

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা জয়নগরে বিষপান করে নামাজ আলী (৪৫) নামের এক কৃষক আত্মহত্যা করেছেন।গতকাল বুধবার বিকেল সাড়ে ৫টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।নিহত নামাজ আলী উপজেলার দর্শনা জয়নগর গ্রামের মৃত ভোলা মোল্লার ছেলে।

জানাযায়, গত ২০ আগস্ট রাত ৯টার দিকে নামাজ আলীর স্ত্রীর সাথে সাংসারিক বিষয়নিয়ে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে নামাজ আলী স্ত্রীর সাথে অভিমান করে বাড়িরপাশের বাগানে সবার অজান্তে বিষপান করেন।প্রথমে তাকে স্থানীয়স্বাস্থ্য ক্লিনিক ও পরে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থারঅবনতি হলে কর্তব্যরত চিকিৎসকরা গত সোমবার তাকে রাজশাহী মেডিকেল কলেজহাসপাতালে রেফার করেন। ওই দিন রাতেই তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালেভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল বুধবার তার মত্যু হয়।