দামুড়হুদায় টর্নেডোয় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ২০ কেজি করে চাল বিতরণ

 

দামুড়হুদা অফিস: চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার উজিরপুর গ্রামের ওপর দিয়ে গত ২৪ আগস্ট রোববার রাতে বয়ে যাওয়া টর্নেডোয় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। পূর্ব দিক থেকে ধেয়ে আসা মাত্র ১০/১২ সেকেন্ড স্থায়ী এই টর্নেডোয় গ্রামের শতাধিক কাঁচা ও টিনের ঘরসহ বিপুল পরিমাণ গাছ ভেঙে উপড়ে যায়। সেইসাথে বৈদ্যুতিক খুঁটি ও টিউবওয়েলও উপড়ে যায়। ঘটনার পর থেকে এ গ্রামে বিদ্যুত সরবরাহ বন্ধ হয়ে যায়।

টর্নেডোর পর মুষলধারে বৃষ্টিপাত হওয়ায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে খোলা আকাশের নিচে খুবই কষ্টে সময় পার করতে হয়েছিলো। বেশি ক্ষতিগ্রস্ত হয় উজিরপুর গ্রামের দিঘিপাড়া, খলিফাপাড়া ও মণ্ডলপাড়ায়।

টর্নেডোর আঘাতে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যে ২১টি পরিবারের মাঝে গতকাল বুধবার বেলা ১২টার দিকে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় থেকে প্রেরিত জেনারেল রিলিফ’র (জি.আর) ২০ কেজি করে চাল উপজেলা পরিষদের পক্ষ থেকে বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেনউপজেলা চেয়ারম্যান আজিজুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান ছালমা জাহান পারুল, উপজেলা নির্বাহী অফিসার ফরিদুর রহমান, দামুড়হুদা সদর ইউপি চেয়ারম্যান শরিফুল আলম মিল্টন, ইউপি সদস্য আব্দুল খালেক ও ইউনিয়ন আ.লীগের সভাপতি শহিদুল ইসলাম।

উপজেলা নির্বাহী অফিসার ফরিদুর রহমান জানান, ক্ষতিগ্রস্ত বাকি পরিবারগুলোর জন্য খুব শিগগিরই আমরা ত্রাণ সামগ্রীসহ নগদ টাকার সহায়তা সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে পেয়ে যাবো। সেটা পাওয়া মাত্রই ক্ষতিগ্রস্তদের মাঝে বিতরণ করতে পারবো।