স্টাফ রিপোর্টার: বাংলাদেশেআটক ভারতের বিচ্ছিনতাবাধী নেতা অনুপ চেটিয়াকে দ্রুতই ভারতে পাঠানো হবে বলেজানিয়েছেন বাংলাদেশের স্বরাষ্ট্র সচিব মোজাম্মেল হক খান।রাজধানীরহোটেল সোনারগাঁয়ে দুদেশের মধ্যে ১৫তম সচিব পর্যায়ে ভারতের স্বরাষ্ট্রসচিব অনীল গোস্বামীর সাথে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান।স্বরাষ্ট্রসচিব জানান, অনুপ চেটিয়া সরকারের কাছে রাজনৈতিক আশ্রয় চেয়েছিলো এখন তিনিভারতে ফেরত যেতে চান। বৈঠকে এ বিষয়টি আমরা উপস্থাপন করেছি। ভারত নূরহোসেনসহ পালিয়ে থাকা আসামিদের বাংলাদেশের কাছে ফেরত দেয়ার আশ্বাস দিয়েছে।এখনযথাযথ প্রক্রিয়া অনুসরণ করেই তাকে ফেরত পাঠানোর ব্যাপারে আমরা নীতিগতসিদ্ধান্ত নিয়েছি, যতো দ্রুত সম্ভব তাকে ফেরত পাঠনো হবে।