স্টাফ রিপোর্টার: জাহাঙ্গীরনগরবিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০১৪-২০১৫ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান)শ্রেণিতে ভর্তির জন্য লিখিত পরীক্ষা আগামী ১৭ সেপ্টেম্বর থেকে শুরু হবে।সকল পরীক্ষা শেষ হবে আগামী ২৩ সেপ্টেম্বরের মধ্যে (শুক্রবার ব্যতীত)।গতকাল বুধবার কেন্দ্রীয় ভর্তি পরিচালনা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলেএক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। পরিচালনা কমিটির সভায় সভাপতিত্ব করেনউপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম।ভর্তি পরীক্ষার বিস্তারিত সময়সূচি দৈনিক সংবাদপত্র ও বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.juniv.edu) পাওয়া যাবে।বিশ্ববিদ্যালয়েরডেপুটি রেজিস্ট্রার মোহাম্মদ আলী (শিক্ষা) জানিয়েছেন, স্নাতক প্রথম বর্ষেপ্রায় ২ হাজার আসনের বিপরীতে আবেদন জমা পড়েছে ১ লাখ ৯৬ হাজার। অর্থাৎআসনপ্রতি ৯৮ জন শিক্ষার্থী আবেদন করেছে। তবে মোট আসনের বিষয়ে এখনওসিদ্ধান্ত নেয়া হয়নি বিধায় এ সংখ্যা কমবেশি হতে পারে বলেও জানান তিনি।