মেহেরপুর অফিস: মেহেরপুর শহরের থানা রোডে এক সড়ক দুর্ঘটনায় পিতা ও তার কন্যাসহ ৪ জন আহত হয়েছে। তাদেরকে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল সোমবার বেলা সাড়ে ১১টার দিকে থানা রোড়ের ভাইভাই ফার্মেসির সামনে।
জানা যায়, মেহেরপুর গাংনী উপজেলার কাজিপুর ইউনিয়নের পীরতলা গ্রামের মোনায়েম হোসেন (৩২) তার স্ত্রী ও কন্যা আফিফাকে (৬) নিয়ে শহরের থানাপাড়ায় শ্বশুরবাড়ি যাওয়ার পথে বিপরীতমুখি দ্রুতগামী একটি মোটরসাইকেল তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে মোনায়েম হোসেন, তার স্ত্রী ও কন্যা আফিফা মাটিতে ছিটকে পড়ে। ঘটনাস্থলে আফিফার ডানপায়ের বৃদ্ধা আঙুল কেটে পড়ে যায়। আহত হয় মোনায়েন হোসেন। আহত বাবা ও মেয়েকে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপর মোটরসাইকেলের চালক মোমিন (৩৩) ও আরোহী আরিফ (২৬) আহত হলে তাদেরকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।