মানুষের মাঝে দেশপ্রেমের বড় অভাব : রাষ্ট্রপতি

 

স্টাফ রিপোর্টার: দেশপ্রেম কোনো বিমূর্ত বিষয় নয়। যার যার অবস্থান থেকে সঠিক কাজটি সম্পন্ন করাই দেশপ্রেম। আজ মানুষের মাঝে দেশ প্রেমের বড়ই অভাব। গতকাল রোববার দুপুরে কিশোরগঞ্জ জেলা আইনজীবী সমিতির দেয়া সংবর্ধনা অনুষ্ঠানে রাষ্ট্রপতি আবদুল হামিদ অ্যাডভোকেট এসব কথা বলেন। এ সময় জেলা আইনজীবী সমিতির পক্ষ থেকে বারের সভাপতি অ্যাডভোকেট শাহ আজিজুল হক রাষ্ট্রপতিকে ক্রেস্ট প্রদান করেন। রাষ্ট্রপতি বলেন, মুক্তিযুদ্ধের চেতনার কথা শুধু মুখে বললেই হবে না। চেতনাকে দৃশ্যমান করতে হবে। এর আগে সকাল ১১টায় গুরুদয়াল কলেজে সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন রাষ্ট্রপতি আবদুল হামিদ। সেখানে তাকে কলেজের পক্ষ থেকে সংবর্ধনা দেয়া হয়। এ সময় তিনি বলেন, দুর্নীতি বর্তমানে দেশের আর্থসামাজিক উন্নয়নের সবচেয়ে বড় বাধা। দেশের প্রতিটি স্তর থেকে দুর্নীতি দূর করতে হবে। তাই সকলকে সচেষ্ট হওয়ার কথা বললেন তিনি।