আলমডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান : একজনের জেল-জরিমানা

 

আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গার লালব্রিজ এলাকায় গতকাল রোববার বিকেলে ভ্রাম্যমাণ আদালত এক ব্যক্তির ৫দিন কারাদণ্ড প্রদান ও ১টি পরিবহনসহ ৮টি মোটরসাইকেলে ২ হাজার ৮শটাকা জরিমানা করেছেন।

জানা গেছে,আলমডাঙ্গার লালব্রিজ এলাকায় বিকেলে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। এ সময় রুহুল আমিন নামের এক মোটরসাইকেল আরোহী ভ্রাম্যমাণ আদালতে অসদাচরণ করার অভিযোগে ৩দিনের কারাদণ্ড ও ৫শটাকা জরিমানা করে। অনাদায়ে আরো ২দিনের জেল ঘোষণা করে। রুহুল উপজেলার পোলতাডাঙ্গা গ্রামের জয়নাল আবেদীনের ছেলে। এদিকে মোটরযান অধ্যাদেশ আইন ১৫৫ ধারায় ভোরের আলো পরিবহনে ১ হাজার টাকা জরিমানা করেন। এছাড়াও মোটরসাইকেল আরোহী মেহেদীকে ২শ,মজিবর রহমানকে ৩শ, আলমগীর হোসেনকে ২শ,রাব্বিকে ২শ, গাফফারকে ২শ, নাসির উদ্দিনকে ২শটাকা জরিমানা করা হয়। ভ্রাম্যামাণ আদালতে নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পালন করেন সহকারী কমিশনার (ভূমি) শাহিনুজ্জামান। এ সময় উপস্থিত ছিলেন থানার এএসআই দরবেশ।