অভিনেতা এটিএম শামসুজ্জামানের ছেলের যাবজ্জীবন

 

স্টাফ রিপোর্টার: বিশিষ্টচলচ্চিত্র টিভি অভিনেতা এটিএম শামসুজ্জামানের ছেলে কবির হত্যা মামলায়আরেক ছেলে কুশলের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে ৫০ হাজারটাকা জরিমানাও করা হয়েছে। অনাদায়ে আর এক বছর কারাদণ্ড ভোগ করতে হবে কুশলকে।গতকাল রোববার দুপুরে ঢাকার এক নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক শাহেদনূর উদ্দিন এ রায় ঘোষণা করেন।ট্রাইব্যুনালের স্পেশাল পিপি আবুআব্দুল্লাহ ভূইয়া জানান, মামলাটির বিচারকালে ট্রাইব্যুনাল এটিএমশামসুজ্জামানসহ ১৪ জনের সাক্ষ্য গ্রহণ করেন।২০১২ সালের ১৩ মার্চ এটিএমশামসুজ্জামানের ঢাকার সূত্রাপুরের দেবেন্দ্র নাথ ঘোষ লেনের বাসায় ছেলে কুশলচাকু দিয়ে খুন করেন অপর ছেলে কবিরকে। হত্যাকাণ্ডের পর এটিএম শামসুজ্জামানবাদী হয়ে কুশলের বিরুদ্ধে সুত্রপুর থানায় মামলা করেন। ওইদিনই কুশলকেগ্রেফতার করে পুলিশ। গ্রেফতারের পর আদালতে হত্যার কথা স্বীকার করেস্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন তিনি। ২০১২ সালের ৬ ডিসেম্বর কুশলেরবিরুদ্ধে অভিযোগ গঠন করেন ট্রাইব্যুনাল।