স্টাফ রিপোর্টার: টানা দ্বিতীয়বারের মতো ২০১৪ সালের এশিয়াকাপটি হতে যাচ্ছে ঢাকায়। আগামী ২৪ ফেব্রুয়ারি থেকে ৭ মার্চ হবে চার জাতির ক্রিকেটের লড়াই। টুর্নামেন্টের ভেন্যু, দিন তারিখ ও অন্যান্য বিষয় নিয়ে গত শনিবার চেন্নাইয়ে বসেছিলো এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) আলোচনাসভা। সেখানে উপস্থিত ছিলেন ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ডের (বিসিসিআই) প্রেসিডেন্ট এন শ্রীনিবাসন। এসিসি প্রধান নির্বাহী সৈয়দ আশরাফুল হকের সাথে শ্রীলঙ্কা ও পাকিস্তানের প্রতিনিধিরাও ছিলেন।
এ টুর্নামেন্টে ভারতের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা থাকলেও তা কেটে গেছে। এশিয়া কাপে প্রতিদ্বন্দ্বিতা নিশ্চিত করতে ভারতের নিউজিল্যান্ড সফর সংক্ষিপ্ত করা হবে। বোর্ডের এক কর্মকর্তা জানান, বিসিসিআই জানিয়েছে আমরা এশিয়া কাপে খেলতে চাই বলে নিউজিল্যান্ড সফর ছোট করা হবে। তবে সম্প্রতি নিজেদের দেউলিয়া ঘোষণা করে নিম্বাসে আবেদনের প্রেক্ষিতে সম্প্রচার স্বত্ত্ব নিয়ে এখনও শঙ্কা কাটেনি। ইতোমধ্যে ব্যাংক গ্যারান্টির প্রথম কিস্তি পরিশোধ করায় আবারও নিম্বাসকে পেতে আত্মবিশ্বাসী কর্মকর্তারা, সম্প্রচার করতে না পারার কোনো কারণ নেই তাদের। আমরা তাদের একটা সময় বেধে দেব, এর মধ্যে সাড়া না পেলে অন্য কাউকে প্রস্তাব দিতে হবে। এদিকে ভেন্যু নিয়েও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। ঢাকার মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামের পাশাপাশি ফতুল্লার ভেন্যুও ব্যবহারের কথাবার্তা চলছে। এর আগে ব্যস্ত সূচির কারণে এ টুর্নামেন্ট আয়োজনে অপারগতা প্রকাশ করেছিলো ভারত। গত ৮ এপ্রিল এসিসির সভায় ভেন্যু সরিয়ে ঢাকায় নিয়ে আসা হয়।