ঝিনাইদহ অফিস: ঝিনাইদহে পৃথক সড়ক দুর্ঘটনায় দু ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার বিকেল ৪টার দিকে ঝিনাইদহ-মাগুরা মহাসড়কের পোড়াহাটি এলাকায় ট্রাক চাপায় মিলন কুমার (৩০) নামে এক বাইসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। অন্যদিকে ঝিনাইদহ-যশোর সড়কের দুলাল মন্দিয়া নামক স্থানে নসিমন উল্টে এক ব্যক্তি নিহত হয়েছেন।
পুলিশ ও এলাকাবাসী জানান, ঝিনাইদহ থেকে মাগুরাগামী একটি ট্রাক পোড়াহাটি ১০ নম্বর নামক স্থানে পৌঁছুলে বিপরীত দিক থেকে আসা একটি বাইসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ট্রাকের চাপায় পিষ্ট হয়ে মারা যান বাইসাইকেলচালক মিলন কুমার। ট্রাকটিও উল্টে খাদে পড়ে যায়। বেপরোয়া গতিতে চালানোর ফলে এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। নিহত মিলন কুমার পেশায় একজন মাছব্যবসায়ী। সে সদর উপজেলার চাপড়ি গ্রামের বাসুদেব কুমার বিশ্বাসের ছেলে।
এদিকে ঝিনাইদহ-যশোর সড়কের কালীগঞ্জ উপজেলার দুলাল মন্দিয়া নামক নসিমন উল্টে এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহতের বাড়ি যশোরের বসুন্দিয়া গ্রামে। তবে তার বিস্তারিত পরিচয় জানাতে পারেনি পুলিশ।