দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদার বিশিষ্ট ময়দা ব্যবসায়ী মিন্টুর বাসস্ট্যান্ড সংলগ্ন গোডাউন থেকে পানির পাম্প চুরি হয়ে গেছে। এ বিষয়ে মিন্টু বাদী হয়ে প্রতিষ্ঠানের বরখাস্তকৃত কর্মচারী নয়নকে অভিযুক্ত করে দামুড়হুদা থানায় মামলা করেছেন। গত শনিবার রাত অনুমান দেড়টার দিকে মিন্টুর ব্যবসা প্রতিষ্ঠান বাসস্ট্যান্ড সংলগ্ন গোডাউন থেকে এ চুরির ঘটনা ঘটে।
জানা গেছে, দামুড়হুদা উপজেলা শহরের বাজারপাড়ার মৃত আফিল উদ্দিন গাইনের ছেরে কবির উদ্দিন মিন্টুর প্রতিষ্ঠানের কর্মচারী দর্শনা মোবারকপাড়ার আবুলের ছেলে নয়নকে (৩২) ১০/১২ দিন আগে একটি নারীঘটিত ঘটনায় চাকরি থেকে বরখাস্ত করেন। গত শনিবার রাত অনুমান দেড়টার দিকে নয়ন মিন্টুর বাসস্ট্যান্ড সংলগ্ন গোডাউনের সামনে থেকে পানির পাম্প চুরি করতে যায়। পানির পাম্প খোলার সময় বাজারের নাইটগার্ড দেখে ফেললে সে নাইটগার্ডকে বলে পাম্পটি খারাপ হয়ে গেছে। মালিক খুলে নিয়ে সারতে বলেছিলো আমার খেয়াল ছিলো না। সকালেই সারতে নিয়ে যাবো তাই রাতেই খুলে নিয়ে যাচ্ছি। পরদিন সকালে মিন্টু তার ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে দেখে পানির পাম্পটি নেই। বিষয়টি মিন্টু নাইটগার্ডদের জিজ্ঞাসা করলে নাইটগার্ড ফরিদুল্লাহ বলেন, রাতে নয়ন এসে খুলে নিয়ে গেছে। ঘটনার পর থেকে নয়ন পলাতক আছে।