আলমডাঙ্গার খাসকররায় ওপেন হাউজ ডে অনুষ্ঠানে পুলিশ সুপার

 

সমূলে ধ্বংস করতে আপনাদের সহযোগিতা লাগবে

আলমডাঙ্গা ব্যুরো:আলমডাঙ্গার খাসকররা পুলিশ ফাঁড়ির আয়োজনে গতকাল বুধবার ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। খাসকররা ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান রুন্নুর সভাপতিত্বে খাসকররা মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত ওপেন হাউজ ডে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা পুলিশ সুপার রশীদুল হাসান। তিনি বলেন, ওপেন হাউজ ডে’র মাধ্যমে আমরা আপনাদের খুব কাছাকাছি আসতে চাই।যাতে কিছুটা হলেও আপনাদের অন্তরের আকুতি কিছুটা হলেও শুনতে পারি। পুলিশ দেখলে গ্রামের অনেকেই এখনও ভয় পান। গ্রাম থেকে অনেকেই শহরে গিয়ে থানা বা এসপি অফিসে যেতে পারেন না। সেকারণেই আমরা এসেছি আপনাদের নিকটে। আপনাদের একান্ত কথাগুলো শুনতে। চুয়াডাঙ্গা জেলা এক সময়ে রক্তাক্ত জনপদ হিসেবে খ্যাত ছিল। এখনও তার বীজ রয়ে গেছে। এ বীজ সমূলে ধ্বংস করতে আপনাদের সহযোগিতা লাগবে। আপনাদেরকেও আমাদের সাথে সাথে এ দায়িত্ব নিতে হবে। সন্ত্রাস নির্মূলের জন্য যা কিছু করার প্রয়োজন তাই করবেন। আমরা আপনাদের পাশে থাকব। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সহকারী পুলিশ সুপার (সার্কেল) কামরুজ্জামান,আলমডাঙ্গা থানা অফিসার ইনচার্জ মনির উদ্দীন মোল্লা,উপজেলা চেয়ারম্যান সমিতির সভাপতি সানোয়ার হোসেন লাড্ডু, আইলহাস ইউপি চেয়ারম্যান মিনাজ উদ্দীন বিশ্বাস, কালিদাসপুর ইউপি চেয়ারম্যান হাসানুজ্জামান হাসান ।

এসআই জুয়েল ইসলামের উপস্থাপনায় আরো বক্তব্য রাখেন খাসকররা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক বিল্লাল গনি,খাসকররা বাজার কমিটির সভাপতি মিজানুর রহমান,খাসকররা মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি আরজান আলী,খাসকররা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সভাপতি ফারুক বিশ্বাস,বাজার কমিটির সম্পাদক সাইফুল ইসলাম, যুবলীগ নেতা আমিরুল ইসলাম, জিয়াউর রহমান প্রমুখ।

উপস্থিত স্থানীয় বক্তারা খাসকররা পুলিশ ফাঁড়িটি স্থায়ীকরণের দাবিজানান। এছাড়া তিয়ারবিলা পুলিশ ফাঁড়ির জন্য পিকআপ ভ্যানের দাবি করেন।