ঝিনাইদহের বেতাই গ্রামে বিদ্যুতস্পৃষ্ট হয়ে কৃষক নিহত

 

বাজারগোপালপুর প্রতিনিধি: ঝিনাইদহের বেতাই গ্রামের কৃষক তবিবুর রহমান বিদ্যুতস্পৃষ্ট হয়ে মারা গেছেন। গতকাল ভোরে গোয়ালঘরে গরুর নান্দায় ঘাস দিতে গেলে তিনি বিদ্যুতস্পৃষ্ট হন। তাকে ঝিনাইদহ সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

জানা গেছে, ঝিনাইদহ সদর উপজেলার গান্না ইউনিয়নের বেতাই গ্রামের মৃত আনছার আলীর ছেলে তিন সন্তানের জনক কৃষক তবিবুর রহমান (৪৫) গতকাল রোববার ভোররাতে গরুর নান্দায় ঘাস দিতে যান। এ সময় বিদ্যুতস্পৃষ্ট হন। হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।