গাংনী প্রতিনিধি: পুলিশের সংঘর্ষের ঘটনার মামলার এজাহারভুক্ত আসামি মেহেরপুর গাংনী উপজেলার গাড়াডোব গ্রামের ফকির মহাম্মদকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল রোববার দুপুর ১টার দিকে মেহেরপুর পুলিশ লাইনের সামনে থেকে গাংনী থানার এসআই আব্দুল জলিল ও এএসআই মাজেদুল ইসলাম তাকে গ্রেফতার করেন। ফকির মহাম্মদ গাড়াডোব গ্রামের মৃত মহাম্মদ আলীর ছেলে এবং কৃষিব্যাংক মেহেরপুর শাখার একজন কর্মকর্তা। এসআই আব্দুল জলিল জানিয়েছেন, গত ১৩ আগষ্ট হরতাল পালনকালে গাড়াডোবে পুলিশের ওপর হামলার মামলার এজাহার নামীয় ২৪ নম্বর আসামি ফকির মহাম্মদ। ওই মামলায় তাকে গতকালই আদালতে সোপর্দ করা হয়েছে।