জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দালালচক্রের উপদ্রব :রোগীরা হয়রানির শিকার

 

জীবননগর ব্যুরো: জীবননগর হাসপাতালে ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধিদের নিয়ন্ত্রণ করা গেলেও দালালচক্রকে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। সকাল থেকে গভীররাত অবধি প্রাইভেট ক্লিনিক,ডায়াগনস্টিক সেন্টার ও কিছু ফার্মেসির নিযুক্ত দালালেরা হাসপাতালের ইমার্জেন্সি রুমের সামনে অষ্টক্ষণ রোগী ভাগিয়ে নিয়ে যাওয়ার জন্য দাঁড়িয়ে থাকায় হাসপাতালের চিকিৎসক ও রোগীরা বিব্রতকর অবস্থার মধ্যে পড়ছে। এ অবস্থা থেকে উত্তোরণের জন্য হাসপাতাল থেকে দালালচক্রকে জরুরিভিত্তিতে উৎখাতের দাবি জানানো হয়েছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আবু হাসানুজ্জামান নূপুর জানান,হাসপাতালে ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধিদের চিকিৎসক ভিজিটের জন্য প্রতিদিন দুবার নির্দিষ্ট সময় বেধে দেয়া হয়েছে। তারা এখন ওই সময়ে চিকিৎসক ভিজিট করেন। ভুক্তভোগীদের অভিযোগ ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধিদের হাসপাতালে আসা নিয়ন্ত্রণ করা গেলেও শহরের কয়েকটি প্রাইভেট ক্লিনিক,ডায়াগনস্টিক সেন্টার ও ফার্মেসিকর্তৃক নারী ও পুরুষের সমন্বয়ে গঠিত দালাল সারাক্ষণ হাসপাতালের ইমার্জেন্সি রুমের সামনে দাঁড়িয়ে থাকে। তাদের কাজ রোগীদেরকে বিভিন্ন পরীক্ষার করাতে ডায়াগনস্টিক সেন্টারে রোগী ভাগিয়ে নেয়া। এভাবে হাসপাতালে দালালচক্রের কবলে পড়ে অনেক নিরীহ মানুষকে ঠকতে হচ্ছে। এ বিষয়টি নিয়ে এর আগে বিভিন্ন পত্র-পত্রিকায় সংবাদ প্রকাশ হলেও দালালদের ঠেকাতে তেমন কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি। ভুক্তভোগীমহল অবিলম্বে হাসপাতালকে দালালচক্র মুক্ত করার জন্য সংশ্লিষ্ট মহলের প্রতি আহ্বান জানিয়েছে।