ঝিনাইদহ অফিস: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার রঘুনাথপুর গাজীতলা গ্রামে আপন দু ভাইয়ের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি হয়েছে। ডাকাতরা ১৪ ভরি স্বণালঙ্কার,নগদ টাকাসহ প্রায় আট লাখ টাকার মালামাল নিয়ে গেছে। কালীগঞ্জ উপজেলার রঘুনাথপুর গাজীতলা গ্রামের হাজি মো. আব্দুর রশিদের দুছেলে নুরুল আমিন ও আবুল কাশেমের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে।
গত রোববার রাত সাড়ে ১১টার দিকে দেশীয় ধারালো অস্ত্রসস্ত্রে সজ্জিত ১৫-২০ জনের সঙ্ঘবদ্ধ ডাকাতদল প্রথমে আবুল কাশেমের বাড়ির গেটের তালা ভেঙে ভেতরে ঢুকে আবুল কাশেমকে কুপিয়ে জখম করে এবং হাত-পা বেঁধে ও তার স্ত্রীকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা স্বণালঙ্কারসহ পাঁচ লাখ টাকার মালামাল নিয়ে যায়।
অপরদিকে আবুল কাশেমের বাড়িতে ডাকাতি চলাকালীন সময়ে দু বাড়ির পরতারই ভাই নুরুল আমিনের বাড়িতেও একইভাবে গেটের তালা ভেঙে ভেতরে ঢোকে। এসময় ভেতরে থাকা নুরুল আমিন ও তার স্ত্রী গোলেনুর বেগম এবং তাদের মেয়ে দশম শ্রেণির ছাত্রী নূর নাহারকে অস্ত্রের মুখে জিম্মি করে হাত ও মুখ বেঁধে নগদ টাকা স্বর্ণালঙ্কার নিয়ে গেছে।
গোলেনুর বেগম জানান,ডাকাতদল আমাদের হাত ও মুখ বেঁধে অস্ত্রের মুখে জিম্মি করে ড্রেসিংটেবিল ও সোকেচের ড্রয়ারের তালা ভেঙে নগদ টাকা, ৪ ভরি সোনার গয়নাসহ তিন লাখ লাখ টাকার মালামাল নিয়ে যায়। নুরুল আমিনের আরেক ভাই শাহ আলম জানান,প্রতিটি ডাকাত সদস্য বস্ত্রহীন অবস্থায় ছিলো।তাদের পরণে বা শরীরে কোনো কাপড় ছিলো না।তাদের সবাই উলঙ্গ ছিলো।তারা দেশীয় ধারালো অস্ত্রসস্ত্রে সজ্জিত। এই ঘটনায় সোমবার ডাকাতি হওয়া দুটি বাড়ি পরিদর্শন করেছেন ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনারুল আজিম আনার। এসময় তার সাথে দলীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। কালীগঞ্জ থানার এসআই নীরব হোসেন জানান,এ ঘটনায় দুজনকে সোমবার সকালে আটক করা হয়েছে। তাদের ব্যাপারে তদন্ত চলছে।