মেহেরপুরের বিশিষ্ট তিন ব্যবসায়ী সেরা করদাতার পুরস্কার পেলেন

 

মেহেরপুর অফিস: ২০১৩’র সেরা করদাতা নির্বাচিত হয়ে মেহেরপুর জেলার বিশিষ্ট ৩ ব্যবসায়ী খুলনার কর ভবন প্রাঙ্গণে অনুষ্ঠিত আয়কর মেলা থেকে সম্মাননা পুরস্কার গ্রহণ করেছেন। গতকাল রোববার মেহেরপুর জেলা চেম্বার্স অ্যান্ড কমার্সের সাধারণ সম্পাদক আলহাজ মো. গোলাম রসুল, বিশিষ্ট ব্যবসায়ী কার্জন আহমেদ ও আব্দুস সামাদ বাবলু বিশ্বাস সেরা করদাতার পুরস্কার গ্রহণ করেন। তারা জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (বোর্ড প্রশাসন) হুসেইন আহমেদের হাত থেকে ওই পুরস্কার গ্রহণ করেন। আলহাজ মো. গোলাম রসুল ও কার্জন আহমেদ পরপর ৪ বার জেলার সেরা করদাতা এবং বিশিষ্ট ব্যবসায়ী আব্দুস সামাদ বাবলু বিশ্বাস এ প্রথমবার জেলার সেরা করদাতা হলেন। এছাড়া হাজি হামিদা খানম ও হাজি আলী হোসেন মেহেরপুর জেলার দীর্ঘ মেয়াদী করদাতা হিসেবে সম্মননা পেয়েছেন।