মাথাভাঙ্গা মনিটর: ভারতীয়ব্যাটসম্যান বিরাট কোহলিকে চিত্রতারকা আনুশকা শর্মা বিয়ে করতে যাচ্ছেনবলে প্রকাশিত সংবাদকে অস্বীকার করেছেন বলিউড তারকার প্রতিনিধি। এমনরিপোর্টকে ‘রাবিশ’ বলে মন্তব্য করেন আনুশকার প্রতিনিধি।ইতঃপূর্বেপ্রকাশিত রিপোর্টে বলা হয়, খুব শিগগিরই তারা বিয়ে করতে যাচ্ছেন বলেভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) ইংল্যান্ড সফরে দলের সহঅধিনায়ক ২৬ বছরবয়সী কোহলি এবং আনুশকাকে একই হোটেলে থাকার অনুমতি দিয়েছে। কিন্তু বলিউডতারকার প্রতিনিধির দেয়া এক বিবৃতিতে বলা হয়, প্রকাশিত রিপোর্টের কোনোসত্যতা নেই।
তার প্রতিনিধি বলেন, বিভিন্ন গণমাধ্যমে আনুশকার বিয়েসম্পর্কে অনেক গল্প লেখা হচ্ছে। আমি দায়িত্ব নিয়ে অত্যন্ত পরিষ্কারভাবেবলছি- এমন ধরনের খবরের কোনো সত্যতা নেই এবং প্রকৃত সত্য না জেনে এমনধরনের রিপোর্ট না লিখতে আমি আপনাদের কাছে অনুরোধ করছি।