মাথাভাঙ্গা অনলাইন : আফগানিস্তানের উত্তরাঞ্চলে কয়লাখনি দুর্ঘটনায় ২৭ জনের প্রাণহানি ঘটেছে। খনিতে আরো অনেকে আটকা পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। শনিবার খনির একটি অংশ ধসে পড়লে এই প্রাণহানির ঘটনা ঘটে।
রবিবার সামানগান গভর্নরের মুখপাত্র মোহাম্মদ সাদিক আজিজি জানান, সামানগান প্রদেশের আবকোরাক কয়লাখনি ধসে কর্মরত ২৭ শ্রমিক প্রাণ হারিয়েছে।