মাথাভাঙ্গা মনিটর: বিবেকের দংশন বুঝি একেই বলে! নিজের কৃতকর্ম বড্ড পোড়াচ্ছে লুইস সুয়ারেজকে।ক্ষমা চেয়ে মুক্তি পেতে চাইছেন এ যন্ত্রণা থেকে। বললেন, সেদিন হতাশা থেকেইঅমন কাণ্ড ঘটিয়েছিলেন।বিশ্বকাপে ইতালির ডিফেন্ডার জর্জো কিয়েলিনিকেকামড়ে দিয়ে সুয়ারেজ নিষিদ্ধ হন চার মাসের জন্য। তবে ফিফার নতুন নির্দেশনায়দলের সাথে অনুশীলন করতে ও প্রীতি ম্যাচ খেলতে বাধা নেই। এ কারণে গত রাতেইমেক্সিকোর ক্লাব লিওনের বিপক্ষে প্রীতি ম্যাচে বার্সেলোনার হয়ে অভিষেক হয়েগেছে উরুগুয়ে স্ট্রাইকারের। গতকাল মঙ্গলবার ন্যু ক্যাম্পে সংবাদ সম্মেলন করেসুয়ারেজের আনুষ্ঠানিক ‘পরিচয়-পর্ব’টাও এই ফাঁকে সেরে নিলো বার্সেলোনা।সংবাদসম্মেলনে সুয়ারেজ কামড়-কাণ্ড প্রসঙ্গে বললেন, পেছনে তাকাতে আগ্রহী নই। যাঘটেছে (কিয়েলিনিকে কামড়),তেমন কিছুই করতে চাইনি আমি। সেদিন আমি খুব হতাশছিলাম।এর জন্য পরবর্তী সময়ে উরুগুয়ে ফরোয়ার্ড দুঃখ প্রকাশ করেছেন,ক্ষমাচেয়েছেন। সে প্রসঙ্গে বললেন, যা ঘটেছে তার জন্য উরুগুয়েতে ক্ষমা চেয়েছি।