যুক্তরাষ্ট্রে বিক্ষোভ থেকে পুলিশকে গুলি, গ্রেপ্তার ৩১
মাথাভাঙ্গা মনিটর: যুক্তরাষ্ট্রের মিসৌরি রাজ্যে এক কৃষ্ণাঙ্গ যুবকহত্যার প্রতিবাদে চলা বিক্ষোভ মিছিল থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপরহামলা হওয়ার পর ৩১ জনকে গ্রেফতার করেছে পুলিশ।গত সোমবার রাতে ফার্গুসন শহরে বিক্ষোভকারীরাপুলিশকে লক্ষ্যকরে গুলি,পাথর ও পেট্রোল বোমা নিক্ষেপ করতে থাকে বলে সাংবাদিকদেরজানান রাজ্যের হাইওয়ে পুলিশের ক্যাপ্টেইন রন জনসন। তবে এ সময় পুলিশের পক্ষ থেকেএকটি পাল্টা গুলিও করা হয়নি বলে দাবি করেন তিনি।মিসৌরি রাজ্যের সেন্ট লুইসকাউন্টির ফার্গুসন শহরে গত ৯ আগস্ট শ্বেতাঙ্গ পুলিশের গুলিতে এক কৃষ্ণাঙ্গ যুবকনিহত হয়। বর্ণবাদী দৃষ্টিকোণ থেকে পুলিশ ওই হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে বিভিন্ন মহলথেকে অভিযোগ করা হচ্ছে।